রুলস গুলো ঠিক মত ফলো না করলে আর্টিকেল পোস্ট হবে তবে কন্টেস্ট এর আওতাভুক্ত হবে না। আপনি যদি একাধিক আর্টিকেল লিখতে পারেন, তাহলে আপনি অন্য লেখকদের থেকে এগিয়ে থাকবেন !
তথ্যের উৎসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করার অনুমতি দেয়া হবে না। ব্যবহার করা সব তথ্য বিশ্বাসযোগ্য হতে হবে। যদি কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেয়া হয় তাহলে নিবন্ধের শেষে পুরো URL লিখে দিতে হবে (footnote ১, ২, ৩... এভাবে) অথবা সুবিধামতো হাইপারলিংক করে দিতে হবে।
কোনো বই থেকে তথ্য নেয়া হলে প্রয়োজনীয় জায়গায় বুকমার্ক দিতে হবে। আর্টিকেলের শেষে নিচে বর্ণিত বিন্যাসে বইটি উদ্ধৃত করতে হবে:
ছবিগুলোতে কোনো ধরনের জলছাপ(watermark) থাকা চলবে না। কোনো প্রকারের নগ্ন বা অশ্লীল ছবি(nudes ছবি) বা ভিডিও(video) কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সম্ভব হলে অবশ্যই চিত্রগ্রাহকের নাম ছবির ক্যাপসন উল্লেখ করতে হবে। সম্ভব হলে অবশ্যই যে ওয়েবসাইট থেকে ছবি নেয়া হয়েছে তার নাম ছবির ক্যাপসনে উল্লেখ করার অনুরোধ জানানো হচ্ছে।
ফিচার ইমেজের প্রস্থ কমপক্ষে ১,২০০X ৬৩০ পিক্সেল হতে হবে, অন্যথায় আর্টিকেল যখন ফেসবুকে শেয়ার করবেন সেটি ঠিক মত দেখাবে না।
অবশ্যই আপনাকে এই পোস্ট টি শেয়ার করতে হবে। Learn With Sumit সাবস্ক্রাইব না থাকলে জলদি করে নিন এবং আপনার ব্লগটি সবার সাথে শেয়ার করুন, আপনার ব্লগের পপুলাটির উপর অর্থাৎ রিয়েক্ট এবং কমেন্ট এর উপর ভিত্তি করেও একটা মার্কিং করা হবে। শেয়ার করার সময় অবশ্যই আপনাকে নিচের দুইটি #ট্যাগ ব্যবহার করতে হবে, অন্যথায় আপনাকে খুঁজে পাব না:
এখানে আপনার ইচ্চাহ মত সকল ধরনের আর্টিকেল লিখতে পারেন তবে আপনি যদি কন্টেস্ট এ অংশ গ্রহন করতে চান তাহলে অবশ্যই আপনাকে contest_season_1
ট্যাগটি যুক্ত করতে হবে এবং উপরোক্ত নিয়ম ফলো করে আপনাকে আর্টিকেল সাবমিশন করতে হবে !